December 3, 2010

২ টেরাবাইট মেমোরীকার্ড আনছে সানডিস্ক, নাইকন এবং সনি

ক্যামেরায় মেমোরী কার্ড ব্যবহারের সময় যায়গার স্বল্পতা নিয়ে যারা এখনও চিন্তিত তাদের জন্য সুখবর জানাচ্ছে মেমোরীকার্ড নির্মাতা সানডিস্ক। ক্যামেরা নির্মাতা নাইকন এবং সনির সাথে তারা তৈরী করতে যাচ্ছে ২ টেরাবাইট ধারনক্ষমতার কমপ্যাক্ট ফ্লাশ (সিএফ) কার্ড। এর ডাটা ট্রান্সফার রেট হবে ৫০০ মেবা/সে। ধারনক্ষমতা ছাড়িয়ে যাবে ২ টেরাবাইট।
সিএফ৬.০ স্পেসিফিকেশনের ঘোষনা দেয়া হয়েছে গতমাসে। এতে শুধু ধারনক্ষমতাই বাড়বে না, কাজের গতি বাড়বে ২৫ ভাগ। এতে পিসিআই-এক্সপ্রেস ইন্টারফেস ব্যবহার করা হবে।
হাই ডেফিনিশন ভিডিও কিংবা বার্ষ্ট মোডে র-ফরম্যাটের ছবি উঠানোর কাজে সহায়তা পাওয়া যাবে এতে সন্দেহ নেই। এটা তৈরীর সময় সম্ভবত আকারেও কিছু পরিবর্তন আনা হবে, ফলে কম্পিউটারে ব্যবহারের জন্যও নতুন কার্ড রিডার প্রয়োজন হবে। আপাতত এটুকুই জানানো হয়েছে এ সম্পর্কে।

No comments:

Post a Comment