December 14, 2010

সিইএস-এ উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট পিসি আনছে মাইক্রোসফট

উইন্ডোজ ৮ এখনও জল্পনার বিষয়। কিন্তু আগামী মাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেট্রনিক্স শোতে মাইক্রোসফট এই অপারেটিং সিষ্টেম এর নমুনা দেখাতে যাচ্ছে, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তারা দেখাতে যাচ্ছে স্যামসাং, ডেল এদের সাথে একত্রে কিভাবে তারা এপলের আইপ্যাডের মুখোমুখি হতে যাচ্ছে।
স্যামসাং এর ১০.১ ইঞ্চি নতুন ট্যাবলেট গ্লোরিয়া প্রদর্শন করা হবে বলে ধরে নেয়া হচ্ছে। উইন্ডোজ ৮ আগামী বছরের শেষদিকে কিংবা পরের বছর প্রথমদিকে বাজারে আসতে পারে। বলা হয় মাইক্রোসফটের ট্যাবলেট পিসির পরিকল্পনা এই অপারেটিং সিষ্টেমকে ঘিরেই।  যেকারনে বর্তমান ট্যাবলেট পিসির বাজারে তাদের উপস্থিতি নেই।

No comments:

Post a Comment