December 10, 2010

ট্যামরন ১৮-২৭০মিমি লেন্স বিশ্বের ক্ষুদ্রতম, সবচেয়ে হাল্কা

ট্যামরন তাদের ৬০তম বার্ষিকি উপলক্ষে ১৫এক্স জুমের একটি বিশেষ লেন্স ছেড়েছে। ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ (তাদের ভাষায় ভাইব্রেশন কমপেনশেসন) ১৮-২৭০মিমি এই লেন্স সবচেয়ে ছোট, ওজনে হাল্কা এবং পিয়েজো ড্রাইভ নামের ওয়েভ আলট্রাসনিক মোটর সমৃদ্ধ। ডিসেম্বরেই ক্যানন এবং নাইকনের জন্য এই লেন্স বাজারে পাওয়া যাবে। সনির জন্য পাওয়া যাবে আরো কিছুদিন পর।
এই লেন্সের ওজন ১৬ আউন্সের কম। অটোফোকাসের জন্য কাজ করবে তাদের নতুন পিয়েজো ড্রাইভ প্রযুক্তি। ফলে ফোকাসিং যেমন দ্রুত হবে তেমনি এতে কোন শব্দ হবে না। সর্বোচ্চ এপারচার এফ/৩.৫ থেকে ৬.৩। লেন্সের দৈর্ঘ্য মাত্র ৩.৫ ইঞ্চি।
সবধরনের কাজের জন্য যারা একটিমাত্র লেন্স ব্যবহারে আগ্রহি তাদের জন্য মডেল বি০০৮ নামে পরিচিত এই লেন্স আদর্শ হতে পারে।

No comments:

Post a Comment