July 22, 2010

স্যামসাং নতুন দুটি ডুয়ালভিউ ক্যামেরা Samsung ST100, ST600

স্যামসাং এর ডুয়াল ভিউ ক্যামেরার বৈশিষ্ট হচ্ছে এর সামনের দিকে দ্বিতীয় একটি ডিসপ্লে রয়েছে। নিজের ছবি উঠানোর জন্য সেটা যেমন কার্যকর তেমনি শিশুর ছবি উঠানোর সময় এতে কার্টুন দেখিয়ে তাকে ক্যামেরার দিকে আকৃষ্ট করা যায়। এধরনের দুটি নতুন মডেলের ক্যামেরার ঘোষনা দিয়েছে স্যামসাং। এসটি-১০০ এবং এসটি-৬০০ নামে ক্যামেরাদুটির দাম যথাক্রমে ৩৫০ এবং ৩৩০ ডলার। বাজারে পাওয়া যাবে সেপ্টেম্বর থেকে।
দুটি ক্যামেরাতেই ৫এক্স অপটিক্যাল জুম থাকলেও এসটি-১০০ মডেলে ৩৫মিমি ওয়াইড এঙ্গে এবং এসটি-৬০০ মডেলে ২৭মিমি ওয়াইড এঙ্গেল ব্যবহার করা যাবে। এসটি-৬০০ মডেলে এপারচার পুরো জুম রেঞ্জে ৩.৫ থেকে ৫.৯, অন্যদিকে এসটি-১০০ মডেলে ৪.৮ থেকে ৫.৬। দুটি ক্যামেরাতেই স্নাইডার ক্রুজনাচ লেন্স ব্যবহার করা হয়েছে।
১৪ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাদুটির স্পেসিফিকেশন, আকার, গড়ন মোটামুটি একই। দুটি ক্যামেরাতেই ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে, দুটিতেই ৭২০পি হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে এবং দুটিতেই এইচডিএমআই পোর্ট রয়েছে।

No comments:

Post a Comment