July 22, 2010

বোকার মত ছিনতাই Bicyclist steals iPhone during GPS demo

ছিনতাইকারী কি বোকার মত কাজ করে ? অন্ততমোবাইল ফোন ছিনতাইকারী ?
ঢাকার অধিবাসিরা বলবেন করে না। ছিনতাইয়ের আগেই হিসেব করে নেয় ধরা পরার সম্ভাবনা কতটুকু। এমনকি ধরা পরলে কতটুকু গনপিটুনি খাওয়ার মধ্যে পুলিশ এসে তাকে রক্ষা করবে সেটাও নাকি ঠিক করা থাকে।
এমনটা ঘটেনি সানপ্রান্সিসকোর আইফোন ছিনতাইকারীর। সাইকেল চালিয়ে যাওয়ার সময় আইফোন হাতে একজন মহিলাকে একেবারে একা হাটতে দেখে ধরেই নিয়েছিল ছিনতাইয়ের এমন সহজ সুযোগ হয় না। কিন্তু ১০ মিনিটের মধ্যে ধরা পরতে হয়েছে তাকে।
দুঃখজনকভাবে হোরাসিও নামের এই ব্যক্তির জানা ছিল না যে ছিনতাই করার আগে থেকেই কিছু মানুষ কম্পিউটারের সামনে বসে লক্ষ্য করছিল ফোনটা মাপের ঠিক কোথায় আছে। সেই ভদ্রমহিলা আইফোনের জিপিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ইচ্ছে করলে তারা ফোনের মাইক্রোফোন অন করে ছিনতাইকারীর কথাও শুনতে পেত। কারন আইফোন নিয়ে বারে গিয়ে অন্যদের দেখাচ্ছিল।
প্রযুক্তি বহুদুর এগিয়ে গেছে। সেটা কাজে লাগিয়ে অনেককিছুই সম্ভব, অবশ্যই, যদি ইচ্ছে থাকে।

No comments:

Post a Comment