July 22, 2010

ফুজিফিল্মের নতুন সুপারজুম ক্যামেরা Fujifilm Finepix S2800HD / S2900HD

ফুজিফিল্মের নতুন সুপারজুম ক্যামেরা ফাইনপিক্স এ২৮০০এইচডি (আরেক নাম এস২৯০০এইচডি)। এতে আগের মডেল থেকে রেজ্যুলুশন বাড়িয়ে সেন্সরকে ১৪ মেগাপিক্সেল করা হয়েছে। এছাড়া ১৮ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরায় ম্যানুয়াল, প্রোগ্রামড অটোএক্সপোজার, সাটার এবং এপারচার প্রায়োরিটি মোড রয়েছে। সুপার ম্যাক্সো মোডে লেন্স থেকে মাত্র ২ সেমি দুরত্বে ফোকাস করা যাবে। এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধে, এইচডিএমআই পোর্ট সহ এই ক্যামেরার দাম মাত্র ২৬০ ডলার।
এর ১৮ এক্স ফুজিনন লেন্স ব্যবহার করে ২৮মিমি ওয়াইড এঙ্গেল থেকে ৫০৪ মিমি টেলিফটো পর্যন্ত ছবি উঠানো যাবে। এছাড়া এতে ইনষ্ট্যান্ট জুম নামে একটি ফিচার রয়েছে যা ব্যবহার করে ওয়াইড এঙ্গেলেও দুরের বস্তুর নির্দিষ্ট অংশ তুলতে পারবেন।
অন্যান্য সুবিধের মধ্যে রয়েছে স্মাইল/ব্লিংক ডিটেকশন, ট্রাকিং অটোফোকাস, মোশন প্যানোরমা মোড, অটো ষ্টিচ, অটোমেটিক সিন রিকগনিসন, অটো পিকচার রোটেশন ইত্যাদি ফিচার।
এর ডিসপ্লে ৩ ইঞ্চি। ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন স্পষ্ট ছবি পেতে সাহায্য করবে। অটোমেটিক রেড-আই রিমোভাল ছোখের লাল দাগের সমস্যা দুর করবে। মুল এবং সংশোধন করার পরের ছবি দুটিই সেভ করে রাখবে।
সেপ্টেম্বরের শুরু থেকে ক্যামেরাটি বাজারে পাওয়া যাবে।

No comments:

Post a Comment