July 22, 2010

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মেমোরী World’s fastest 4GB DDR3, 2133MHz memory

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মেমোরী মডিউল তৈরী করেছে  ওসিজেড। ৪ গিগাবাইট ডিডিআর ৩ ধরনের এই মেমোরী চিপ কাজ করবে ২০৩৩ মেগাহার্টজ গতিতে। এগুলি পাওয়া যাবে ৪ গিগাবাইট, ৮ গিগাবাইট ডুয়াল চ্যানেল এবং ১২ গিগাবাইট ট্রিপল চ্যানেল কিট হিসেবে। তাপমাত্রা কমানোর জন্য এতে লিকুইড কুলিং সিষ্টেম এবং এল্যুমিনাম কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে।
তিন ধরনের প্যাকেজে এগুলি বিক্রি করা হবে। কমদামের প্লাটিনাম, মধ্যম দামের রিপার এবং ওয়ারক্লকিং ইউজারদের জন্য ফ্লেক্স এক্স।  সবগুলি ১.৬৫ ভোল্টে কাজ করে এবং ইন্টেল/এএমডি প্রসেসরের সাথে ব্যবহার করে দেখা হয়েছে। গেম অথবা বেশি মেমোরী প্রয়োজন হয় এমন বড় ধরনের প্রোগ্রাম আরো দ্রুততায় ঠিকভাবে চলার প্রমান পাওয়া গেছে।
নতুন এই মেমোরী বর্তমানের মাদারবোর্ডেই কাজ করবে।

No comments:

Post a Comment