July 25, 2010

অনিরাপদ সফটঅয়্যারের শীর্ষে এপল Apple takes top spot in software insecurity

এপল ভাইরাস আক্রমনের শিকার হয়না এই প্রচলিত ধারনাকে একেবারে উল্টে দিয়েছে সিকিউরিটি কোম্পানী সিকুনিয়া। তাদের দেয়া তথ্য অনুযায়ী ২০১০ এর প্রথমার্ধে অন্য যে কোন কোম্পানীর চেয়ে বেশি আক্রমনের শিকার হয়েছে এপল। এর আগে সবচেয়ে নিরাপদ তালিকার একেবারে নিচে ছিল ওরাকল। বর্তমানে সেটা ১ নম্বর স্থান দখল করে সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হচ্ছে। ২০০৭ এ এপলের অবস্থান ছিল ৩ নম্বরে।

এই রিপোর্টে শুধু অপারেটিং সিষ্টে বিবেচনায় আনা হয়নি, বরং সেখানে ব্যবহৃত সবধরনের সফটঅয়্যার বিবেচনায় আনা হয়েছে। সেক্ষেত্রে এপল অপারেটিং সিষ্টেমের পাশাপাশি কুইকটাইম, আইটিউন এগুলিও এই গবেষনার আওতায়। এমনকি থার্ডপার্টি ফ্লাশ এবং জাভাও হিসেব করা হয়েছে। মাইক্রোসফটের অপারেটিং সিষ্টেমের ক্ষেত্রে থার্ডপার্টি সফটঅয়্যারের কারনে সমস্যা হয়েছে ৮০ ভাগের বেশি।
সফটঅয়্যারগুলির মধ্যে সবচেয়ে অনিরাপদ বিবেচিত হয়েছে ব্রাউজারগুলি।
এই তথ্য হয়ত একেবারে নিখুত ধরে নেয়া যায়না। তারপরও কিন্তু সফটঅয়্যারে আক্রমনের ধরন যে পাল্টাচ্ছে এটা স্পষ্ট। এর পরিমানও বাড়ছে। এবছর প্রথম ৬ মাসেই আক্রমন হয়েছে গত বছরের মোট সংখ্যার ৮৯ ভাগ।

No comments:

Post a Comment