July 20, 2010

চীনের সাথে বিরোধ মিটছে গুগলের China-Google saga appears at an end

চীনের সাথে গুগলের বিরোধ অবশেষে মিটতে যাচ্ছে। আজই চীনের পক্ষ থেকে একজন উর্ধতন সরকারী কর্মকর্তা গুগলের সাম্প্রতিক পদক্ষেপকে সন্তোষজনক বলে মন্তব্য করায় এই সম্ভাবনা দেখা দিয়েছে। কদিন আগে চীন গুগলের লাইসেন্স নবায়ন করায় এটাই সম্ভাব্য বলে ধরে নেয়া হয়েছিল।
চীনের সেন্সর ব্যবস্থার প্রতিবাদে সেখানে কাজ বন্ধ করার কথা জানিয়ে বিরোধ তুঙ্গে তুলে আনে গুগল। একসময় গুগলের চীন থেকে সরে যাওয়ার মত পরিস্থিতি তৈরী হয়। বর্তমানে অতিরিক্ত ক্লিক করে সার্চের ফলকে চীন থেকে হংকং-য়ে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে গুগল। কাজেই তারা এখন বলতেই পারে সেন্সরবিহীন সার্চের ব্যবস্থা তারা কাজ করেছে।
অন্যদিকে হংকং-এর সার্চের ফলও চীনের ফায়ারওয়ালের নিয়ন্ত্রনে। কাজেই তারা আগের মত কাজ করে যেতেই পারে। দুপক্ষই খুশি থাকলেও বাস্তবে উল্লেখ করার মত কোন পরিবর্তন হয়েছে কিনা বলা কঠিন।

No comments:

Post a Comment