July 20, 2010

২০ ডলারের হিউম্যান পিসি Humane Reader is a $20 PC

আপনি এর প্রশংসা করতে পারেন, বিরক্ত হয়ে সমালোচনাও করতে পারেন। বাস্তবতা হচ্ছে হিউম্যান পিসি নামের ওপেন সোর্স হার্ডঅয়্যারের এই ডিভাইস ২০ ডলার দামে বিক্রি করা সম্ভব। এতে ২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড রয়েছে ষ্টোরেজ হিসেবে, এছাড়া ইউএসবি, পিএস/২ পোর্ট। মুল সুবিধে হচ্ছে এটা থেকে অল্প রেজ্যুলুশনের সাদা-কালো টেক্সট ব্যবহার করা যায় টিভিতে।
দরীদ্র দেশের জন্য একেবারে কমদামের সমাধান এতে কোন সন্দেহ নেই। এটা ব্যবহার করে টিভিকে ইবুক রিডার হিসেবে ব্যবহার করা যাবে। এরসাথে হাজার হাজার উইকিপিডিয়া আর্টিকেল দেয়া হবে।
আপাতত প্রোটোকল দেখানো হয়েছে এবং একে বাস্তবে ব্যবহারের জন্য পার্টনার খোজা হচ্ছে।

No comments:

Post a Comment