July 21, 2010

প্যানাসনিকের নতুন সুপারজুম ক্যামেরা Panasonic Lumix DMC-FZ-100

সিসিডি সেন্সরভিত্তিক সুপারজুম ক্যামেরা এফজেড ৪৫ (এফজেড-৪০) এর পাশাপাশি একই জুমের সিমোস সেন্সরভিত্তিক আরেকটি ক্যামেরার কথা জানিয়েছে প্যানাসনিক। এফজেড-১০০ নামের এই ক্যামেরায় একই ২৪এক্স জুম (২৫-৬০০ মিমি) ব্যবহার করা হয়েছে, ১৪.১ মেগাপিক্সেল রেজ্যুলুশন। এতেও ১২৮০-৭২০ হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
স্পেসিফিকেশন, আকার-আকৃতি, সুযোগ সুবিধে কোনদিকেই এফজেড-৪৫ থেকে পার্থক্য বের করা কঠিন। এতেও লেইকা ডিসি ভেরিও এলমারিট লেন্স ব্যবহার করা হয়েছে। এপারচার পুরো জুম রেঞ্জে এফ/২.৮ থেকে এফ/৫.২। এছাড়া পাওয়ার ওআইএস ইমেজ ষ্ট্যাবিলাইজেশন।
এতে অতিরিক্ত সুবিধে হচ্ছে ১১ ফ্রেম/সে ছবি উঠানো যাবে। মেগাপিক্সেল কমিয়ে ৩.৫ ব্যবহার করলে এই স্পিড ৬০ ফ্রেম/সে।
আগষ্টের শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে। দাম ৫০০ ডলার।

No comments:

Post a Comment