July 20, 2010

ফোরজি এলটিই সিম 4G LTE SIM

পরবর্তী প্রজন্মের অয়্যারলেস নেটওয়ার্ক পদ্ধতি ফোরজি কিংবা এলটিই ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরী সিম এখনও চালু হয়নি। কিন্তু হতে যাচ্ছে নিশ্জিতভাবেই। ভেরিজোন এর এই সিমের ছবি সেটাই প্রমান করে। এবছরই শেষদিকে এর ব্যবহার চালু হওয়ার কথা।
ছবিতে এটা নিশ্চিত এটা গত ২০ বছর ধরে প্রচলিত মোবাইল ফোনের সিমের মত। ষ্পষ্টভাবেই এতে ফোরজি লোগো ব্যবহার করা হয়েছে। ভেরিজোনের এলটিই ব্যবহারযোগ্য ফোরজি ডিভাইসে এটা সরাসরি ব্যবহার করা যাবে।
এসম্পর্কে বিস্তারিত জানার জন্য হয়ত অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
ভেরিজোনের ফোরজি পরিকল্পনা সম্পর্কে কিছু উল্লেখ করা যেতে পারে এ প্রসংগে। এবছরের মধ্যে আমেরিকার ৩০টি শহরে এটা চালু হওয়ার কথা। এর ডাউনলোড স্পিড ৫-১২ মেগাবিট/সে। তাদের হিসেবে এবছরের মধ্যে ১০ কোটি মানুষ এটা ব্যবহার করবে। আগামী বছরের মধ্যে ফোরজি ট্যাবলেট পাওয়া যাবে।

No comments:

Post a Comment