July 27, 2010

অনলাইনের ছবি বা ভিডিও থেকে লোকেশন জানা যাবে

আপনি হয়ত ইন্টারনেটে ছবি কিংবা ভিডিও পোষ্ট করেছেন নিজের পরিচয় গোপন রেখে। আপনি কোথায় ছবি বা ভিডিও করেছেন সেটা জানাতে চান না। সেক্ষেত্রে আপনার আরো সাবধান থাকা উচিত, ডিজিটাল ছবি কিংবা ভিডিও থেকে জানা সম্ভব সেটা কোথায় উঠানো হয়েছে। অনেক ডিজিটাল ক্যামেরা এবং স্মার্টফোনের ছবি উঠানোর সময় সেখানকার অক্ষাংশ-দ্রাঘিমাংশের তথ্য ছবির সাথে যুক্ত হয়। আপলোড করার পরও সেটা থেকে যায়।
ইন্টারন্যাশনাল কম্পিউটার সাইন্স ইনষ্টিটিউট এর গবেষক জেরাল্ড ফ্রিডল্যান্ড এবং রবিন সোমার এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন তারা ছবি বিশ্লেষন করে বাড়ির ঠিকানা পর্যন্ত বের করতে সমর্থ হয়েছেন। ইউটিউব ভিডিওর ক্ষেত্রেও একথা প্রযোজ্য।

No comments:

Post a Comment