July 27, 2010

সোসাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের হ্রাসবৃদ্ধি winners and losers in social networks

ফেসবুকের ব্যবহারকারী ৫০ কোটি ছুয়েছে কিছুদিন আগে। সব সোস্যাল নেটওয়ার্কিং সাইট তাদের মত দ্রুতহারে জনপ্রিয়তা পাচ্ছে এমনটা নিশ্চয়ই না, কোন কোন প্রতিষ্ঠিত সাইট তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। সাম্প্রতিক একটি জরিপ সেকথাই বলে। জনপ্রিয়তা বাড়ছে যেমন ফেসবুক, টুইটার, অরকুটের তেমনি কমছে মাইস্পেস, ফ্লিকার এর।
দেশেদেশে নেটওয়ার্কিং সাইট ব্যবহারের পার্থক্যও উঠে এসেছে এই জরিপে। গুগলের অরকুট হয়ত অনেকের কাছে অপরিচিত কিন্তু ব্রাজিলে সেটা ফেসবুক এবং টুইটারের সন্মিলিত ব্যবহারকে ছাড়িয়ে গেছে।
মানুষ সোস্যাল নেটওয়ার্কের দিকে আগ্রহ বাড়াচ্ছে এটা যেমন স্পষ্ট তেমনি ব্যবহারের ধরনও পাল্টাচ্ছে। যেমন অষ্ট্রেলিয়ায় গতবছরের তুলনায় গড়ে ৩ ঘন্টা করে বেশি সময় কাটাচ্ছে এতে।
অন্যদিকে দীর্ঘদিনের পরিচিত নাম মাইস্পেস, ফ্লিকার এদের ব্যবহারকারীর সংখ্যা কমছে। অন্তত নিয়েলসন তথ্য একথাই জানাচ্ছে।

No comments:

Post a Comment