July 27, 2010

১২ বছর পর বাজারে আসছে ষ্টারক্রাফট নতুন ভার্শন Starcraft II Releasing today

ব্লিজার্ডের তৈরী রিয়েল টাইম ষ্ট্রাটেজি গেম ষ্টারক্রাফট বাজারে এসেছিল ১৯৯৮ সালে। এরপর কিছু এক্সপানশন প্যাক ছাড়া নতুন ভার্শন তৈরী করা হয়নি। অত্যন্ত জনপ্রিয় এই গেমের পরবর্তী ভার্শন ষ্টারক্রাফট ২ রিলিজ হচ্ছে ২৭ জুলাই। ২৬ শতকের দুরের এক গ্যালাক্সির ঘটনা নিয়ে এই গেমে ৩টি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় উইংস অব লিবার্টি ছাড়া হচ্ছে আজ, ২৭ তারিখে। বাকি দুটি অধ্যায় এক্সপানশন প্যাক হিসেবে ছাড়া হবে।
এর বেটা ভার্শন থেকে দেখা গেছে এর উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে গ্রাফিক ইঞ্জিনে। উচু মানের কম্পিউটারে এটা যেমন সুন্দর দেখাবে তেমনি ব্যবহার করতে খুব শক্তিশালী কম্পিউটার প্রয়োজন হবে এমন কথা নেই।
নির্মাতার ভাষায় এই গেম খেলা একদিকে সহজ, অন্যদিকে দক্ষ হতে রীতিমত পরিশ্রম করতে হবে। কাজেই যারা নতুন শুরু করছেন তারা এবং যারা আগের পর্ব খেলেছেন তারা সকলেই পছন্দ করবেন।

No comments:

Post a Comment