July 25, 2010

পুলিশের হাতে আসছে লেজারগান Police to experiment blinding Dazer Laser

লেজার গানের কথা এতদিন বৈজ্ঞানিক কল্পকাহিনীতে পড়েছেন। অচিরেই পুলিশের কাছে আসছে এধরনের অস্ত্র। সবুজ রঙের আলো ছড়াবে এটা। যার চোখে তাক করা হবে সে মুহুর্তের মধ্যে অন্ধ হয়ে যাবে। পুলিশের পক্ষে হাতকড়া লাগানো তখন কোন ব্যাপারই না।
নিউ জার্সির পুলিশ এধরনের অস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে। ডেজার লেজার নামের এই অস্ত্রের নির্মাতা বলছে এতে চোখের স্থায়ী ক্ষতি হবে না। দেড় মাইল পর্যন্ত দুরত্বেও ব্যবহার করা যাবে। আগামী মাসেই এধরনের ১ হাজার অস্ত্র পরীক্ষামুলকভাবে ব্যবহার করা হবে।
ডেজার লেজার বাজারে প্রচলিত লেজার থেকে আলাদা। এগুলিকে সবচেয়ে ভয়ংকর বলে ধরা হয়। বিশেষ ব্যবস্থায় এটা তৈরী করা হয়, বিশেষ কোড ব্যবহার করে একটিভ করতে হয় এবং নির্দিষ্ট সময় পর কর্মহীন করার জন্য প্রোগ্রাম করা যায়।
আক্রান্ত ব্যক্তির সাময়িক দৃষ্টিহীনতা ছাড়াও সে অসুস্থ হতে পারে এবং এটা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।

No comments:

Post a Comment