July 27, 2010

প্লাষ্টিকের বোতলে চেপে প্রশান্ত মহাসাগর পাড়ি Plastic-bottle boat completes voyage across Pacific

১২ হাজার সফট ড্রিংকের খালি প্লাষ্টিকের বোতলের তৈরী নৌকায় চেপে ১১ হাজার মাইল সমুদ্র পাড়ি দেবার রেকর্ড গড়েছে ৬ জনের এক দল। ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ থেকে শুরু করে যাত্রা শেষ করেছে অষ্ট্রেলিয়ার সিডনিতে। সময় লেগেছে ৪ মাস।
প্লাষ্টিকি নামের ৬০ ফুটের এই নৌকা তৈরী হয়েছে রিসাইকেল করা ১২ হাজার ২ লিটার খালি বোতল দিয়ে। অবশ্য এই কারনে তাদের নৌকাকে একেবারে সেকালের বলে ধরে নেবেন না। এতে ছিল সোলার প্যানেল, দুটি উইন্ড টারবাইন এবং একটি টারবাইন এবং প্রোপালশান সিষ্টেম। এছাড়া পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধ করার যন্ত্র এবং মুত্র থেকে পানি শোধন যন্ত্র।
৪ মাসের এই যাত্রায় তারা ঝড়ের মুখে পড়েন। তখনই তারা মেসেজ পাঠিয়ে আবর্জনা কতটা কাজে লাগতে পারে উল্লেখ করে তাদের নৌকার প্রশংসা করেন। উল্লেখ্য, আমেরিকায় অধিকাংশ বোতল রিসাইকেল করা হয় না।
এর আগে ১৯৪৭ সালে কনটিকি নামে এক অভিযানে থর হেয়ারডেল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন ইনকাদের আদলে তৈরী নৌকায় চেপে। দলনেতা ডেভিড ডি রথসচাইল্ড তাকে নিজেদের অভিযানের অনুপ্রেরনা বলে উল্লেখ করেছেন।

No comments:

Post a Comment