July 26, 2010

নাইকল লেন্স ক্যানন ক্যামেরায় ব্যবহারের জন্য নোভোফ্লেক্স এডাপটার Novoflex Adapter To Use Nikon Lenses on Canon Bodies

আপনি হয়ত নাইকন এবং ক্যানন দুই ব্যবহার করেন। যা করতে পারেন না তা হচ্ছে নাইকনের যে জুম লেন্স রয়েছে তাকে ক্যানন ক্যামেরায় লাগিয়ে ছবি তোলা। একাজটি করতে পারেন নোভোফ্লেক্স এর এডাপটার ব্যবহার করে। নাইকনের জি-সিরিজ লেন্স ব্যবহার করে ক্যানন ক্যামেরায় এপারচার কন্ট্রোল, স্টপডাউন মিটারিং, এপারচার প্রায়োরিটি ইত্যাদি ব্যবহার করা যাবে। উল্লেখ করা যেতে পারে জি-সিরিজের লেন্সে এপারচার রিং থাকে না। এটা ব্যবহার করে সেই সুবিধে যোগ করা যাবে।
এই কাজের জন্য এডাপটার এটাই প্রথম এমন না, অন্য কোম্পানীর তৈরী এধরনের এডাপটার কিনতে পাওয়া যায়। এদের অধিকাংশই পুরনো মডেলের লেন্সের সাথে ব্যবহার করা যায়। জি সিরিজের লেন্স ব্যবহার করা যায় না।
এর ফলে যা করা সম্ভব তা হচ্ছে কমদামে বেশি মেগাপিক্সেল রেজ্যুলুশনের ক্যানন কামেরা কিনে সেখানে নাইকনের লেন্স ব্যবহার।
ইউরোপে এই এডাপটারের দাম ১৭০ ইউরো।

No comments:

Post a Comment