July 23, 2010

স্যামসাং এর কমদামী ক্যামেরা Samsung PL200

ডুয়ালভিউ বিষয়টি যদি আপনাকে আকৃষ্ট না করে, যদি দাম বেশি মনে হয় তাহলে আপনার জন্য স্যামসাংএর পিএল-২০০ আদর্শ ক্যামেরা হতে পারে। ১৪.২ মেগাপিক্সেলের এই ছোট আকারের ক্যামেরায় সাধারনভাবে যাকিছু সুবিধে থাকা প্রয়োজন সবই রয়েছে, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা পর্যন্ত। তারপরও দাম ২০০ ডলারের নিচে।
৭ এক্স জুম (৩১ ২১৭মিমি) লেন্স দিয়ে রীতিমত দুরের ছবিও উঠানো যাবে। অপটিক্যাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে পেছনদিকে ৩ ইঞ্চি এলসিডি স্ক্রিন, স্মার্ট অটো সিন রিকগনিশন ব্যবস্থা, বিউটি শট, স্মাইল শট মোড ইত্যাদি। এছাড়া ব্লিংক ডিটেকশন, ফেস ডিটেকশন এসব রয়েছে।
যারা খুব সহজ, সাধারন ক্যামেরা ব্যবহার করতে চান তাদের জন্যই তৈরী করা হয়েছে এটা। সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। দাম ১৮০ ডলার।

No comments:

Post a Comment