July 21, 2010

ছোট আকারের ডিজিটাল এসএলআর ক্যামেরা আনছে ক্যানন Canon developing smaller DSLRs

নাইকন জানিয়েছে তারা অলিম্পাস, প্যানাসনিক, সনির মত ছোট আকারের মিররলেস ক্যামেরা আনছে। তখন থেকেই অপেক্ষা তাদের প্রধান প্রতিদ্বন্দি ক্যানন কি বলে জানার। সেই অপেক্ষার পালা শেষ করে তারা জানিয়েছে তারা মিররলেস মাইক্রোফোরথার্ড সেন্সরের ক্যামেরা আনছে না, পরিবর্তে এসএলআর ক্যামেরাকেই আরো ছোট আকারে আনছে।
বিস্তারিত জানানো হয়নি, কিন্তু ক্যাননের মাসায়া মিডা বলেছেন ভাল ছবির জন্য মিরর এবং ভিউফাইন্ডার প্রয়োজন। সেইসাথে ছোট আকারের ক্যামেরার চাহিদাও যথেষ্ট। একথা মাথায় রেখে তারা আগের থেকে ছোট আকারের ক্যামেরা আনতে যাচ্ছেন।
আশা করা যায় ক্যাননের নতুন ক্যামেরা তাদের কম্প্যাক্ট ক্যামেরা থেকে খুব বড় হবে না।

No comments:

Post a Comment