October 12, 2010

ইমেজ ফাইলকে একেবারে ছোট আকারে আনবে হাইপিক্স

ইমেজ ফাইলের আকার যত বড় হয় রাখতে তত সমস্যা হয়, আর ইন্টারনেটে ব্যবহার তত কঠিন হয়ে দাড়ায়। এর সমাধান দিতে নতুন ইমেজ কম্প্রেসর বাজারে এনেছে হাইপিক্স। এটা ব্যবহার করে জেপেগ ইমেজের আকার ১৫ থেকে ৫০ ভাগ পর্যন্ত কমানো যাবে।
মাইক্রোসফটের জিপেগ এক্সআর, কিংবা গুগলের ওয়েবপি থেকে এটা অনেকটাই আলাদা। এটা তৈরী হয়েছে মোবাইল ফোন থেকে শুরু করে পিসি এবং ইন্টারনেটের জন্য। এর ৪৪২ কালার ফরম্যাট ব্যবহারে অন্যদের থেকে উন্নত মানের ছবি পাওয়া যাবে। মোবাইল ফোনের ৮ মেগাপিক্সেল, ৩ মেগাবাইট ফাইলকে অনায়াসে ১ মেগাবাইটের নিচে আনা যাবে।
উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ছাড়াও এন্ড্রয়েডের জন্য এটা পাওয়া যাচ্ছে। আপাতত এটা বিনামুল্যে ব্যবহারের জন্য দেয়া হচ্ছে।
হাইপিক্স এর ওয়েবসাইট http://www.hipixpro.com/

No comments:

Post a Comment