October 8, 2010

বাসের ছাদে চাষাবাদ

ঘনবসতির শহরে বাগান করার মত যায়গা বের করা কঠিন। যদি নিউইয়র্কের মত শহর হয় তাহলে তো কথাই নেই। কিন্তু সেখানেই যায়গা বের করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ছাত্র মার্কো ক্যাষ্ট্রো ক্যাসিও। তার পরিকল্পনা নিউইয়ার্কে বাসের ছাদের ওপর গাছ লাগানো। নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ ৪,৫০০ বাস চালায় শহরে। প্রতিটি বাসের ছাদে রয়েছে ৩৪০ বর্গফুট যায়গা। এগুলি ব্যবহার করলে পাওয়া যাবে ৩৫ একর পরিমান যায়গা।
ক্যাসিওর পরিকল্পনাকে অতিরিক্ত কল্পনা বলে মনে হতে পারে। কিন্তু এই পরিকল্পনা দিয়ে ডিজাইনওয়ালা পরিকল্পনা প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছে সে। বায়োবাস এর একটা নমুনা ও তৈরী করেছে। ছাদের কিছুটা অংশে গাছ লাগানো হয়েছে এবং গত ৫ মাস ধরে সেটা নিউইয়র্ক শহরে চলাচল করছে।
ক্যাসিওর বক্তব্য এর মাধ্যমে অব্যবহৃত যায়গা ব্যবহার করা হবে, সবুজের পরিমান বাড়ায় শহরের জীবনের মান উন্নত হবে  এবং শহরের ব্যস্ততার কারনে যে তাপমাত্রা বৃদ্ধি সেটা কমবে।
অবশ্য অনেকে প্রশ্ন তুলেছেন এর ফলে আসলে উপকার হবে কিনা তা নিয়ে। ছাদের ওপর গাছ লাগানোর কারনে ওজন বাড়বে, অতিরিক্ত জ্বালানী প্রয়োজন হবে।  

No comments:

Post a Comment