October 8, 2010

সনির ১৬.৪ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরা সেন্সর

এলটেক লিও কিংবা প্যানাসনিক লুমিক্স ফোন মোবাইল ফোনের ক্যামেরাকে বহুদুর দিয়ে গেছে। কিন্তু সেখানে থেকে থাকতে রাজী না সনি। তারা ১৬.৪ মেগাপিক্সেল এবং একটি কমদামী ৮ মেগাপিক্সেল নতুন সেন্সর তৈরীর কথা জানিয়েছে। দুটিতেই ফুল হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
সনি তাদের ষ্টিল এবং ভিডিও ক্যামেরায় যে এক্সমোর আর প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তিতে তৈরী করা হয়েছে সেন্সরদুটি। ১৬.৪ মেগাপিক্সেল  মডিউলের মাপ ১/২.৮ ব্যাক ইল্যুমিনেটেড সিমোস, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রন, অপরটি ১/৩.২ সেন্সর, পিক্সেল ১.৪ মাইক্রন।
সাধারনত পিক্সেলের মাপ ছোট হলে ভিডিওর মান খারাপ হয়। সনি জানিয়েছে তাদের বিশেষ ফটো ডায়োড এই সমস্যা দুর করবে। তারা এর নমুনা ছবিও দেখিয়েছে।
আগামী বছর জানুয়ারীতে বিক্রি শুরু হবে জানুয়ারীতে। আর ৮ মেগাপিক্সেল এপ্রিলে। হয়ত সনি এরিকসনের মোবাইলফোনে এদের দেখা যাবে।

No comments:

Post a Comment