October 20, 2010

আইফোন বিক্রিতে এপলের নতুন রেকর্ড

যত দিন যাচ্ছে আইফোনের জনপ্রিয়তা তত বাড়ছে। ত্রৈমাসিক হিসেবে আইফোনের বিক্রি নতুন রেকর্ড গড়েছে। গত ৩ মাসে বিক্রি হয়েছে ১ কোটি ৪১ লক্ষ। এই সময়ে এপল আয় করেছে ২ হাজার কোটি ডলারের বেশি। লাভ ৪৩১ কোটি ডলার। গতবছর এই পরিমান ছিল প্রায় অর্ধেক।
সংখ্যার হিসেবে তারা সনি এরিকশনকে পেছনে ফেলেছে। বিশ্বের সেরা ৫ মোবাইল নির্মাতার তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে তারা।
তাদের অন্যান্য পন্যও বিক্রি হয়েছে আশাতীত রকমের, একমাত্র আইপ্যাড বাদ দিয়ে। এর বিক্রি ১১ ভাগ কমে গেছে।
আনুষ্ঠঅনিক ঘোষনার পর এক প্রশ্নের জবাবে ষ্টিভ জবস জানিয়েছে তারা ৭ ইঞ্চি আইপ্যাড তৈরী করছেন না। কারন তাদের মতে এত ছোট আকারের স্ক্রিনে উন্নতমানের সফটঅয়্যার ব্যবহার করা যায় না।

No comments:

Post a Comment