October 21, 2010

এপলের নতুন ম্যাকবুক এয়ার, ওএস এক্স-লায়ন ঘোষনা

কয়েক সপ্তাহ ধরে এপলের নতুন পাতলা ম্যাকবুক এয়ারের কথা শোনা যাচ্ছিল। এপলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন এই ল্যাপটপগুলি আগের মডেল থেকে আরো পাতলা, পুরুত্ব মাত্র ০.৬৮ ইঞ্চি।  ১১.৬ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি এই দুটি মাপের স্ক্রিনে এগুলি বাজারে পাওয়া যাবে।
৩ পাউন্ডের কম ওজনের এই কম্পিউটারে ফুল সাইজ কিবোর্ডের সাথে ক্লিকেবল গ্লাস ট্রাকপ্যাড আনা হয়েছে। দুটি মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসর ১.৮৬ গিগাহার্টজ। ইচ্ছে করলে ২.১৩ গিগাহার্টজও অর্ডার দিয়ে নেয়া যাবে। এছাড়া এনভিডিয়া জিফোর্স ৩২০এম গ্রাফিক্স, ষ্টেরিও স্পিকার, ফেসটাইম ক্যামেরা, ৭ ঘন্টার ব্যাটারী ইত্যাদি রয়েছে এতে।
দুটি মডেলের কোনটিতেই অপটিক্যাল ড্রাইভ নেই। তবে সলিড ষ্টেড ড্রাইভ ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া বিল্টইন এসডি কার্ড রিডারও রয়েছে। এরসাথে নতুনভাবে তৈরী আই-লাইফ সফটঅয়্যার দেয়া হবে।
মডেলদুটির দাম যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১২৯৯ ডলার।
কম্পিউটারদুটির সাথে ম্যাক ওএস নতুন ভার্শন ১০.৭ লায়ন এর কথাও জানানো হয়েছে এবং প্রিভিউ দেখানো হয়েছে।

No comments:

Post a Comment