October 7, 2010

স্যামসাং আই৫৫১০ গ্যালাক্সি ৫৫১ আনুষ্ঠানিক

মাসখানেক আগে স্যামসাং এর এই মোবাইল হ্যান্ডসটটির কথা জানা যায় আইএফএ ২০১০-এ। এখন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে স্যামসাং। ফ্রোয়ো ভিত্তিক এই সেটে তাদের গ্যালাক্সি আই৫৮০০, গ্যালাক্সি ৩ এবং আই৫৮০১ গ্যালাক্সি এপোলোর মত ফুল কিবোর্ড রয়েছে।
এতে সাইড স্লাইড ফুল কিবোর্ড রয়েছে, সাথে ৩,২ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন (২৪০-৪০০ পিক্সেল), অপারেটিং সিষ্টে এন্ড্রয়েড ২.২।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৩ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ডিভএক্স কোডেক এবং থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সহ সবধরনের কানেকটিভিটি।
নভেম্বরের সেটটি বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment