October 6, 2010

চশমাছাড়া থ্রিডি টিভি আনছে তোসিবা

টিভি নির্মাতা খুব জোরেসোরে থ্রিডি নিয়ে কাজ করে গেলেও ব্যবহারকারীদের দিক থেকে ঠিক সেই অনুপাতে সাড়া পাওয়া যায়নি। অনেকেই বলছেন এর পেছনে মুল কারন থ্রিডি দেখার জন্য চশমার ব্যবহার। বাড়িতে একসাথে সবাই বসে টিভি দেখবেন আর সবাইকে চশমা ব্যবহার করতে বিষয়টি সহজভাবে নিতে পারছেন না দর্শকরা। এর সমাধান দিতে প্রথম কোম্পানী হিসেবে চশমা ছাড়াই থ্রিডি দেখার টিভি আনছে তোসিবা। এবছরই এটা বাজারে পাওয়া যাবে।
এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। চশমাবিহীন বলে একে ব্যক্তিগত ব্যবহারের উপযোগি আকারে তৈরী করা হচ্ছে। ১২ ইঞ্চি এবং ২০ ইঞ্চি মাপে।  নিনটেনডো তাদের থ্রিডিএস এ যে লেনটিকুলার সিট ব্যবহার করেছে সেই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এতে।
তোসিবা জানাচ্ছে এতে লাল-সবুজ-নীল পিক্সেল প্রতিটিতে ৯ গুন করে ব্যবহার করা হবে।  নিনটেনডোর থ্রিডিএস এ কৌনিক অবস্থান পরিবর্তন করলে ছবি ঝাপসা দেখা যায়। তোসিবা জানিয়েছে তাদের টিভি বিভিন্ন কৌনিক অবস্থান থেকে স্পষ্ট দেখা যাবে।
এতে ১২৮০-৭২০ পিক্সেল ছবি দেখা যাবে। সংখ্যার হিসেবে ফুল হাই ডেফিনিশনের ৪ গুন বেশি পিক্সেল ব্যবহৃত হবে এতে।
এবছর ডিসেম্বরে জাপানে glasses-less 3D REGZA GL1 নামে এই টিভির বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment