October 28, 2010

সনির এন্ড্রয়েডভিত্তিক প্লেষ্টেশন মোবাইল ফোন

একইসাথে কম্পিউটার, মোবাইল ফোন, গেম কনসোল, মিডিয়া প্লেয়ার, ই-রিডার এসব নিয়ে সাধারন মানুষের আগ্রহের কমতি নেই, আর নির্মাতারাও দেখাচ্ছেন কতকিছু করা সম্ভব। সনি তাদের পোর্টেবল গেম ডিভাইস প্লেষ্টেশনে মোবাইল ফোন আনতে যাচ্ছে। এটা করতে তারা ব্যবহার করছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম।
প্লেষ্টেশন ফোন নামের এই ডিভাইসে এন্ড্রয়েড ৩.০ (জিঞ্জারব্রেড) ব্যবহার করা হচ্ছে। ১ গিগাহার্টজ ক্যালকম প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট ইত্যাদি থাকবে এতে।
এনগ্যাজেট তাদের ওয়েবসাইটে অনেকগুলি ছবি প্রকাশ করলেও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার কোন উপায় নেই। এবিষয়ে সনির বক্তব্য, গুজব সম্পর্কে আমরা মন্তব্য করি না।

No comments:

Post a Comment