October 29, 2010

মাইক্রোসফটের আয়ে নতুন রেকর্ড

বিশ্লেষকদের অবাক করে দিয়ে ত্রৈমাসিক হিসেবে লাভের নতুন রেকর্ড গড়েছে মাইক্রোসফট। তাদের ২০১১ অর্থবছরের প্রথম ৩ মাসে তারা আয় করেছে ১৬২০ কোটি ডলার। এথেকে তাদের লাভ ৫৪১ কোটি ডলার। মাইক্রোসফট জানিয়েছে অফিস ২০১০ এর বিক্রির কারনে এটা সম্ভব হয়েছে। আগের ভার্শনের ব্যবহারকারীরা নতুন ভার্শনে আপগ্রেড করছেন। এছাড়া উইন্ডোজ ৭ এর বিক্রিও বেড়েছে। একই সময়ে গেম কনসোল এক্সবক্স ৩৬০ এর বিক্রি বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় আয়ের বৃদ্ধি শতকরা ২৫ ভাগ, লাভের বৃদ্ধি ৫১ ভাগ।
বিক্রির হিসেবে এক্সবক্স ৩৬০ টানা চতুর্থ মাসের মত শীর্ষে রয়েছে। আলাদাভাবে মাইক্রোসফটের পিসি ইউনিট বেড়েছে ৯ থেকে ১১ ভাগ, এক্সবক্স এর বিক্রি বেড়েছে ৩৮ ভাগ, উইন্ডোজের নতুন ক্রেতা বেড়েছে ৪০ ভাগ, বিজনেজ প্রোডাকটিভিটি অনলাইন সার্ভিস বিভাগে নতুন সদস্য বেড়েছে ৭০ ভাগ, অনলাইন সেবার আয় বেড়েছে ৮ ভাগ।
অবশ্য এই সবকিছুর সাথেসাথে তাদের ব্যয়ও বেড়েছে।

No comments:

Post a Comment