October 28, 2010

এডবির এইচটিএমএল৫ এনিমেশন সফটঅয়্যার এজ

ইন্টারনেটে বহুল ব্যবহৃত এডবির ফ্লাশ এবং এইচটিএমএল৫ এনিমেশন এর বিরোধের কথা সবারই জানা। এপল ব্যবহার করে এইচটিএমএল৫, বাকিরা ফ্লাশ। অনেকের মতে এপল ফ্লাশ ব্যবহার ঘোষনা দিয়ে বন্ধ করায় ফ্লাশের দিন ঘটিয়ে আসছে।
সবাইকে চমকে দিয়ে নতুন সফটঅয়্যারের কথা জানিয়েছে এডবি। তারা এইচটিএমএল৫ এনিমেশন তৈরী সফটঅয়্যর বানাচ্ছে যেখানে লাইনের পর লাইন কোড না লিখে সহজে এনিমেশন তৈরী করা যাবে। এর নাম এজ।
এডবি তাদের ম্যাক্স ২০১০ অনুষ্ঠানে এটা দেখিয়েছে। এনিমেশনে কাকে কোথায়, কিভাবে দেখাতে চান তা সেভাবে বসিয়ে এনিমেশন তৈরী করা যাবে। যারা ফ্লাশে কাজ করেন তাদের কাছেও ইন্টারফেস পরিচিত মনে হবে।
এতে ড্রিমওয়েভারের মত ওয়েবকিট রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এনিমেশন দেখার জন্য। আর ধরে বসিয়ে এনিমেশন করার পাশাপাশি কোড ব্যবহারের সুযোগও রয়েছে। অনেকটাই ড্রিমওয়েভারের মত। কাজেই যা করতে চান সেটাই করা যাবে।

No comments:

Post a Comment