October 22, 2010

এক্সটেনশন সাপোর্ট সহ অপেরা ১১

গুগলের ক্রোম কিংবা অপেরার তুলনায় মজিলার ফায়ারফক্স অনেক বেশি জনপ্রিয় একটি কারনে, এর রয়েছে বিশাল এড-অন সংগ্রহ। ব্রাউজারকে ইচ্ছেমত সাজিয়ে নেয়া যায় এগুলি ব্যবহার করে। কিছুদিন আগে গুগল ক্রোমের এক্সটেনশন যোগ করেছে। আর বহু প্রতিক্ষার পর অপেরা সেটা করতে যাচ্ছে ভার্শন ১১ এর মাধ্যমে।
অপেরার ১১ আলফা রিলিজ দেয়া হয়েছে। একে অনেকটা ক্রোমের মত মনে হতে পারে, বিশেষ করে এড্রেস বারের পাশে কিছু এক্সটেশন যোগ করলে। মুল পরিবর্তন হচ্ছে কাজের গতি বাড়ানো। সেইসাথে মেইল প্যানেল এবং বুকমার্ক ম্যানেজারে কিছু পরিবর্তন আনা হয়েছে।
এটা ডাউনলোড করা যাবে এখান থেকে।

No comments:

Post a Comment