October 11, 2010

উবুন্টু ১০.১০ রিলিজ দেয়া হয়েছে

এবছরের অক্টোবরের তারিখ লেখার সময় হয়ত লক্ষ্য করেছেন সংখ্যাটি কেমন। ১০-১০-১০। এই দিনে রিলিজ দেয়া হয়েছে উবুন্টু ১০.১০। নতুন এই ভার্শনে ইউনিটি ডেস্কটপ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে যা ছোট আকারের নেটবুক স্ক্রীনকে আরো সহজে ব্যবহার করা যাবে। এতে ফুল মাল্টিটাচ সাপোর্ট রয়েছে।
যায়গা নিয়ে যদি সমস্যায় পড়েন তাহলে ২ গিগাবাইট ক্লাউড ষ্টোরেজ ব্যবহারের সুযোগ পাবেন, অবশ্য কিছু অর্থের বিনিময়ে। সেখানকার ফাইল-ফোল্ডারকে নিজে থেকেই সাজানো অবস্থায় ব্যবহার করা যাবে। এমনকি এন্ড্রয়েড কিংবা আইফোনেও সেখান থেকে মিউজিক ব্যবহার করা যাবে।
ওপেনসোর্স কম্যুনিটি বলছে উবুন্টু ব্যবহার করে দেখার এটাই সবচেয়ে ভাল সময়। আপনিও ডাউনলোড করে নিতে পারেন ৭০০ মেগাবাইট এই অপারেটিং সিষ্টেম।

No comments:

Post a Comment