October 4, 2010

স্যামসাং এর ৩৩০ এমবিপিএস ওয়াইম্যাক্স ২ মোবাইল ব্রডব্যান্ড

ওয়াইম্যাক্স ২ নামটি নিশ্চয়ই এখনো শোনেননি। কারন এর অস্তিত্ব নেই। ভবিষ্যতের এই প্রযুক্তির প্রদর্শন করছে কোরিয়ার কোম্পানী স্যামসাং এবছর সিয়াটেক মেলায়। এতে কি করা সম্ভব দেখাচ্ছে তারা। এটা ব্যবহার করে ৪টি হাইডেফিনিশন টিভিতে ফুল এইচডি এবং থ্রিডি ডাটা ব্যবহার করেছে তারা। এরফলে মোবাইল ব্রডব্যান্ড স্পিড ৩৩০ মেগাবিট/সে ব্যবহার করা সম্ভব। এটাও ওয়াইম্যাক্স ২ নামের প্রযুক্তির তাত্ত্বিক মানের ৩ ভাগের ১ ভাগ।
৮০২.১৬এম ষ্টান্ডার্ডের এই প্রযুক্তি আগামী মাসেই অনুমোদন পাওয়ার কথা। আগামী বছর শুরুতে বানিজ্যিকভাবে এর ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমান ওয়াইম্যাক্স ব্যবহারকারীদের জন্য সুখবর এটাই, এই ডিভাইস বর্তমানের ওয়াইম্যাক্স এর সাথে ব্যবহার করা যাবে।

No comments:

Post a Comment