October 5, 2010

লেনোভো থিংকপ্যাড ল্যাপটপ ৬ কোটি বিক্রি

গত বছরগুলিতে লেনোভো থিংকপ্যাড বহুবার আলোচিত হয়েছে বিভিন্ন কারনে। তাদের এক্স৩০০ থেকে শুরু করে বিশ্বের প্রথম ডুয়াল স্ক্রীন ডব্লিউ৭০০ ওয়ার্কশেস্টশন, সবসময়ই ব্যস্ত রেখেছে প্রযুক্তি সংবাদকে। এবারে একেবারে ভেতরের একটি খবর, এমাসেই থিংকপ্যাডের মোট বিক্রি ৬ কোটি ছাড়িয়ে গেছে। অন্যভাবে দেখলে প্রতি ৬০ সেকেন্ডে তাদের ১৪টি থিংকপ্যাড বিক্রি হয়।
এই খবরের সাথেসাথে তারা টি-সিরিজ নামে নতুন আরেকটি সিরিজ বাজারে আনার কথা জানিয়েছে। এতে এনভিডিয়া এনভিএস ৩১০০এম গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই সিরিজের সবগুলিতেই ইন্টেল কোর আই৫ প্রসেসর ব্যবহার করা হবে। টি৪১০/টি৫১০ এর দাম ১২৯৯ ডলার থেকে শুরু। আরো পাতলা আকারের টি৪১০এস এর দাম ১৮৪৯ ডলার।
হট হার্ডঅয়্যার জানাচ্ছে এগুলি এমনভাবে তৈরী যেখানে ইন্টিগ্রেটেড এবং ডিসক্রিট দুধরনের গ্রাফিক্স প্রসেসর একসাথে কাজ করে।

No comments:

Post a Comment