October 16, 2010

দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স কার্ড আনছে এএমডি

এএমডি (এটিআই) ভাল না-কি এনভিডিয়া ভাল এই বিতর্কের সমাধান হয়ত পাওয়া যাবে না। গেমারদের কাছে এএমডি বেশি পছন্দ। তাদের ৫৯৭০ কে ডেস্কটপের ক্ষেত্রে বিশ্বের দ্রুততম গ্রাফিক্স কার্ড বলা হয়। এসপ্তাহেই পরবর্তী প্রজন্মের কার্ড আনতে যাচ্ছে তারা। এবছরের মধ্যেই লক্ষ লক্ষ কার্ড বিক্রি হবে বলে তাদের ধারনা।
এএমডি তাদের রেডঅন এইচডি ৫০০০ সিরিজের কার্ড বাজারে এনেছে বছরখানেক আগে। ডিরেক্টএক্স ১১ ব্যবহারে সক্ষম এই কার্ড এই সময়ে বিক্রি হয়েছে আড়াই কোটির বেশি। তাদের আগামী কার্ড সম্পর্কে স্পষ্টভাবে না জানালেও অনেকে ধারনা করছেন এটা হতে পারে ৬০০০ নামের সিরিজ।
তাদের প্রধান প্রতিদ্বন্দি এনভিডিয়া কদিন আগে জিফোর্স জিটি ৪৩০ নামে কমদামের একটি কার্ড ছেড়েছে। এর আগেথেকে তাদের ডিরেক্টএক্স ১১ ব্যবহারযোগ্য কার্ড জিফোর্স জিটিএস ৪৫০ এবং জিফোর্স জিটিএক্স ৪৮০ বাজারে চালু রয়েছে।

আপডেট : রেডঅন এইচডি ৬৮৭০ এবং রেডঅন এইচডি ৬৮৫০ কার্ডদুটির ছবি প্রকাশ করেছে এএমডি। এতে দুটি ডিভি-আই, একটি এইচডিএমআই এবং দুটি মিনি ডিসপ্লে পোর্ট রয়েছে।

No comments:

Post a Comment