October 15, 2010

নোকিয়া সি৫-০৩, কমদামে সবকিছু

নোকিয়ার হ্যান্ডসেটগুলির অন্ভুত নাকরনের কিছু ব্যাখ্যা পাওয়া যাচ্ছে তাদের নতুন সেটগুলি থেকে। তাদের সি৫ সিরিজের নতুন আরেকটি ফোন ০৩ এর ঘোষনা দেয়া হয়েছে যেখানে সবধরনের কানেকটিভিটি রয়েছে। সেইসাথে জিপিএস এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
এর অপারেটিং সিষ্টেম হিসেবে উল্লেখ করা হয়েছে সিমবিয়ান ১। একে সিমবিয়ান এস৬০ ৫ম এডিশন বললেও ক্ষতি নেই। রয়েছে ৩.২ ইঞ্চি এনএইচডি রেজিষ্টিভ টাচস্ক্রিন, রেজ্যুলুশন ৩৬০-৬৪০। ফোনটির মাপ ১০৫.৮-৫১.০-১৩.৮ মিমি, এবং ওজন মাত্র ৯৩ গ্রাম।
৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা, সেটের সংগে ২ গিগাবাইট মেমোরী, ওয়াইফাই, জিপিএস, অভি ম্যাপ ছাড়াও কোয়াড ব্যান্ড  জিএসএম/জিপিআরএস/এজ এবং এইচডিপিএ (১০.২ মেগাবিট/সে) থ্রিজি কানেকটিভিটি রয়েছে।
এর ব্যাটারী ১০০০ মিলিএম্পিয়ার আওয়ার। ২৫ দিনের ষ্ট্যান্ডবাই এবং ১১.৫ ঘন্টার টক টাইম পাওয়া যাবে এথেকে। গান শোনা যাবে ৩৫ ঘন্টা।
বছরের শেষদিকে এটা বাজারে পাওয়া যাবে। দাম ২৩০ ডলার।

No comments:

Post a Comment