October 9, 2010

পাতলা বা মোটা হতে চান ? সফটঅয়্যার সাহায্য করবে

আপনি নিশ্চয়ই চান না ভিডিওতে আপনাকে মেদভুড়িসহ স্থুল দেখাক, কিংবা একেবারে রোগাপটকা দেখাক। সকলেই চান সুন্দর দেখা যাক তাকে। আপনাকে কষ্ট করে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রন, ব্যায়াম, ডাক্তারের কাছে দৌড়ানো কিছুই করতে হবে না। আপনাকে সাহায্য করতে তৈরী হয়েছে সফটঅয়্যার। জার্মান গবেষকদের তৈরী সফটঅয়্যার আপনার ইচ্ছেমত শারীরিক গঠন বানিয়ে দেবে। পেশদার কিংবা সৌখিন ভিডিও-চলচ্চিত্র নির্মাতারা এটা সহজেই ব্যবহার করতে পারবেন।
বর্তমানে একাজ করার জন্য বহু শ্রম দিতে হয়। একটি একটি করে ফ্রেম পরিবর্তন করতে হয়। এই পদ্ধতিতে থ্রিডি স্ক্যান করা হয়। এরপর একটিমাত্র ফ্রেমে ইচ্ছেমত পরিবর্তন করে তাকেই পুরো ভিডিওতে ব্যবহার করা যায়। উচ্চতা, ওজন, পায়ের দৈর্ঘ্য, মাংশপেশীর গঠন সবই পরিবর্তন করা যায় এই পদ্ধতিতে।
হলিউডের ছবি রেজিং বুল তৈরীর জন্য অভিনেতা রবার্ট ডি নিরোকে ২৭ কেজি ওজন কমাতে হয়েছিল ২ মাসের মধ্যে। আগামীতে এত কষ্ট করা প্রয়োজন হবে না। আর বিজ্ঞাপনের কাজ সহজ হবে ধরে নেয়াই যায়। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন স্বাস্থ্যের মডেল পছন্দ করে। একটিমাত্র বিজ্ঞাপনকেই নানাভাবে বিভিন্ন দেশের উপযোগি করে তৈরী করা যাবে।
ডিসেম্বরে দক্ষিন কোরিয়ায় হতে যাওয়া সিগগ্রাফ কম্পিউটার গ্রাফিক্স সন্মেলনে এটা দেখানো হবে।

No comments:

Post a Comment