October 25, 2010

১২০ গিগাবাইট ব্লুরে রাইটার

কম্পিউটারের রাইটার ব্যবহার করে এক ডিস্কে ১২০ গিগাবাইট রাইট করা এখনও স্বপ্নের মত। এধরনের ইন্টারনাল এবং এক্সটারনাল ইউএসবি ২ ইন্টারফেসের রাইটারের ঘোষনা দিয়েছে বাফেলো। নাম বিআরএক্সএল-৬ইউ২, এক্সটারনাল এবং বিআরএক্সএল-৬এফবিএস-বিকে, সাটা, ইন্টারনাল। একই সময়ে ঘোষনা দিয়েছে পাইওনিয়ারও। তাদের রাইটারের নাম বিডিআর-২০৬ এমবিকে।
দুটি রাইটারেই ৪ লেয়ার (১২৮ গিগাবাইট এবং ৩ লেয়ার ১০০ গিগাবাইট ডিস্ক ব্যবহার করা যাবে। রাইটিং স্পিড ৪এক্স।
নভেম্বরেই এগুলি বিক্রি শুরু হবে। এখনও দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment