October 23, 2010

ক্যাসেট ওয়াকম্যান বন্ধ করে দিচ্ছে সনি

একসময় সঙ্গিতপ্রেমীদের নিত্যসঙ্গি ছিল ওয়াকম্যান নামের ছোট আকারের পকেট ক্যাসেট প্লেয়ার। বর্তমানে আরো অনেক বেশি ছোট, ব্যবহার সহজ এবং অন্যান্য নানারকম সুবিধে নিয়ে মিডিয়া প্লেয়ার সেই যায়গা দখল করেছে। ক্যাসেট ওয়াকম্যান একসময় বিদায় নেবে এটাই স্বাভাবিক ছিল। অবশেষে অবধারিত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সনি। জাপানে তারা ক্যাসেট ওয়াকম্যানের বিক্রি বন্ধ করে দিচ্ছে। বর্তমানের ষ্টক শেষ হলে এগুলি আর বিক্রি করা হবে না।
সনি নাম ব্যবহার করে ওয়াকম্যান তৈরী সম্ভবত চালু থাকবে চীনে।  তবে সেটাও কতদিন চলবে বলা কঠিন। মিডিয়া প্লেয়ারের লড়াইয়ে সনির ডিজিটাল ওয়াকম্যান ক্রমেই প্রচার পাচ্ছে।

No comments:

Post a Comment