October 26, 2010

এইচপি স্লেট ৫০০ ট্যাবলেট পিসি

এপলের আইপ্যাড নিয়ে শুরুতে যতটা মাতামাতি হয়েছিল সেটা কমে গেছে দ্রুতই। মানুষ যতটা আশা করেছিল ততটা পুরন হয়নি সেটা দিয়ে। স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব নিয়েও যথেষ্ট হৈচৈ হয়েছে। ব্যবহারকারীরা সত্যিকার অর্থে এখনও ট্যাবলেটের দিকে ততটা আগ্রহ দেখাননি। বড় কারন অবশ্যই পরিচিত উইন্ডোজের পরিবেশ না থাকা।  এই যায়গা পুরন করতে পারে এইচপি স্লেট ৫০০।
এতে রয়েছে ৮.৯ ইঞ্চি মাল্টিটাচ ডিসপ্লে, ইন্টিগ্রেটেড ওয়াইফাই (থ্রিজি নেই) এবং কিবোর্ড কিংবা অন্যান্য ডিভাইস ব্যবহারের জন্য ব্লুটুথ ৩.০। এর প্রসেসর এটম জেড৫৪০। ২ গিগাবাইট ডিডিআর২ মেমোরী। ৬৪ গিগাবাইট সলিড ষ্টেড ড্রাইভ রয়েছে ভেতরে।
এতে ক্যামেরা রয়েছে দুটি। ছবি উঠানোর জন্য ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের জন্য ভিজিএ ভিডিও ক্যামেরা। এছাড়া মাইক্রোফোন, ষ্টেরিও স্পিকার ইত্যাদি রয়েছে। ২ সেলের ব্যাটারী ৫ ঘন্টার বেশি ব্যাকআপ দেবে।
আইপ্যাড থেকে এটা সামান্য ছোট আকারের। ওজন দেড় পাউন্ড। এর সবচেয়ে বড় আকর্ষন অবশ্যই উইন্ডোজ ৭ প্রফেশনাল অপারেটিং সিষ্টেম।
এর দাম ৮০০ ডলার। আগামী মাসেই পাওয়া যাবে বাজারে।

No comments:

Post a Comment