March 17, 2010

এপল আইপ্যাড, দুঘন্টায় বিক্রি ৫১ হাজার 120 000 iPads pre-ordered in just one day

এপল তাদের আইপ্যাড বিক্রির অনলাইন অর্ডার নিতে শুরু করেছে। ঘোষনা দেয়ার প্রথম দুঘন্টায় বিক্রি হয়ে ৫১ হাজার। দিনশেষে এই সংখ্যা দাড়ায় ১ লক্ষ ২০ হাজারে। যার অর্থ ১ লক্ষ ২০ হাজার মানুষ এমন যন্ত্র কেনার জন্য টাকা দিচ্ছে যা কেউই চোখে দেখেনি।
যারা কিনছেন তাদের মধ্যে প্রতি ৩ জনের ২জন শুধুমাত্র ওয়াই-ফাই ভার্শন কিনছেন, আর শতকরা ৩০ ভাগ কিনছেন ওয়াই-ফাই এবং থ্রিজি দুই ধরনের কানেকটিভিটি সহ। বিল্টইন মেমোরীর ক্ষেত্রে ১৬, ৩২ কিংবা ৬৪ গিগাবাইট ভার্শনের মধ্যে সমান প্রতিযোগিতা চলছে।
এরই মধ্যে ডায়মন্ড আইপ্যাড নামে আরেকটি ভার্শনের কথা শোনা যাচ্ছে। স্ক্রিনের চারিদিকে পুরো যায়গায় হীরে বসানো থাকবে এতে (১১.৪৩ ক্যারাট)। এখনো আনুষ্ঠানিকভাবে এর কথা জানানো হয়নি এপলের পক্ষ থেকে।

No comments:

Post a Comment