March 11, 2010

ছবি উঠানো অপরাধ নয় UK minister aims to reassure photographers

সন্ত্রাসী আক্রমনে ব্যবহার হতে পারে, এই অজুহাতে ফটোগ্রাফারদের ছবি উঠাতে বাধা দেয়া যাবে না, বলেছেন বৃটেনের পুলিশ এবং অপরাধ বিষয়ক মন্ত্রী ডেভিড হ্যানসন। ২০০০ সালের সন্ত্রাস সংক্রান্ত এক আইনের উল্লেখ করে তিনি বলেন সাধারন মানুষ, ফটোগ্রাফার, সাংবাদিক, পর্যটক এদের গুরুত্বপুর্ন স্থাপনার ছবি তোলার ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা যাবে না।
বিশ্বের অনেক যায়গাতেই গুরুস্বপুর্ন স্থাপনার ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ মানা হয়। অনেক ক্ষেত্রে আইন না থাকলেও মানুষকে ছবি তোলার কারনে হয়রানি করা হয়। তার এই বক্তব্য বিষয়টি অন্যান্য দেশেও নতুন দৃষ্টিতে দেখার সম্ভাবনা উজ্জল হবে এবং ফটোগ্রাফারদের ছবি উঠানোর অধিকারকে স্বিকৃতি দেয়া হবে বলে ধরে নেয়া যায়।

No comments:

Post a Comment