March 12, 2010

ইন্টারনেটের গতি মাপার সফটঅয়্যার FCC releases Internet speed test tool

ইন্টারনেটের গতি মাপার একটি সফটঅয়্যার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কম্যুনিকেশনস কমিশন (এফসিসি)। তাদের ওয়েবসাইট থেকে এই সফটঅয়্যার ডাউনলোড করে একজন ব্যবহারকারী তার ইন্টারনেট লাইনের গতি জানতে পারবেন। তাদের যে গতির ইন্টারনেট দেবার বিজ্ঞাপন দেয়া হয় ঠিক সেটা দেয়া হয় কিনা যাচাই করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

কথা উঠেছে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী যে বিজ্ঞাপন দেন পিক আওয়ারে তার প্রায় অর্ধেক গতি পাওয়া যায়। এনিয়ে গত সেপ্টেম্বরে এফসিসি আলোচনায় বসে এবং তারই ফলম্বরুপ এই ব্যবস্থা।
এছাড়া কোথায় কোথায ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা নেই সেতথ্যও সংগ্রহ করছে এফসিসি। ব্যবহারকারী ইচ্ছে করলে তাদের কাছে ইমেইল করে যেন তথ্য দিতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে।

No comments:

Post a Comment