March 11, 2010

হুয়াই এন্ড্রয়েডভিত্তিক ইন্টারনেট ট্যাবলেট পিসি Huawei SmaKit S7

হুয়াই এর এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের এই ডিভাইসকে দেখে বড় আকারের ফোন মনে হতে পারে, আসলে থ্রিজি কানেকটিভিটি সহ ট্যাবলেট পিসি। একে বলা হচ্ছে ইন্টারনেট পিসি হুয়াই স্মা-কিট এস-৭। ৭ ইঞ্চি ওয়াইস্ক্রিন ডিসপ্লেতে ৭২০পি হাইডেফিনিশন ভিডিও দেখা যাবে, সরাসরি টিভির সাথে কানেক্ট করে ব্যবহার করা যাবে, এরসাথে পৃথক হার্ডডিস্ক লাগানো যাবে ইত্যাদি সুবিধে রয়েছে এতে।
এর একটি ডকিং ষ্টেশন রয়েছে। যার সাহায্যে সহজে কোথাও রেখে ব্যবহার করা যাবে। ইউএসবি পোর্ট রয়েছে দুটি হার্ডডিস্ক সহ অন্যান্য ইউএসবি ডিভাইস সংযোগ দেয়া যাবে। এছাড়া রয়েছে এসডি/এসডিএইচসি কার্ড কার্ড সাপোর্ট। ৩২ গিগাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে এতে। ইন্টারনেট ছাড়াও লোকাল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে এই ট্যাবলেট পিসি
এর ওজন ৫০০ গ্রাম। এক চার্জে ৪ ঘন্টা পর্যন্ত হাই ডেফিনিশন ভিডিও দেখা যাবে।
প্রদর্শনের সময় এন্ড্রয়েড ১.৬ দেখানো হয়েছে, তবে বাজারে আসার সময় তা আপগ্রেড করে ২.১ করার কথা। বাজারে আসার সময় কিংবা দাম এখনো জানানো হয়নি।

No comments:

Post a Comment