March 11, 2010

এইচপি স্লেটে ফ্লাশ প্লেয়ার Adobe show how HP Slate does Flash

এপল তাদের আইপ্যাডের প্রদর্শনীতে ফ্লাশের ব্যবহার দেখিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। আসলে তাদের আইপ্যাডে ফ্লাশ প্লেয়ার নেই। একসময় এপলকে তাদের বিজ্ঞাপন থেকে ফ্লাশভিত্তিক সবকিছু সরিয়ে নিতে হয়। আইপ্যাডের মত এইচপি-র যে ট্যাবলেট পিসি তাতে ফ্লাশ প্লেয়ার রয়েছে। ফ্লাশ প্লেয়ারের নির্মাতা এডবি নিজেই এটি প্রদর্শন করেছে।
যতদুর দেখা গেছে এতে ফ্লাশ ফরম্যাটের ভিডিও এবং অন্যান্য সবকিছু খুব ভালভাবে কাজ করে। তাদের স্লেটের ডিজাইন, মাল্টিটাচ ফাংশন, নিজস্ব ইন্টারফেস, শক্তিশালি অপারেটিং সিষ্টেম সবকিছুই মনোযোগ আকর্ষন করার মত। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এইচপি কি দেয় দেখার জন্য।
বর্তমানের ভিডিও, গেম, ওয়েবসাইট ইত্যাদি ফ্লাশের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। কাজেই এপলের ওপর চাপ আরো বাড়বে সন্দেহ নেই।

No comments:

Post a Comment