March 22, 2010

মোবাইল ফোনের মেমোরী কার্ড থেকে ভাইরাস Memory card exposed 3,000 phones to virus

ভোডাফোন জানিয়েছে তাদের সরবরাহ করা ৩ হাজার এইচটিসি ফোনে যে ভাইরাস পাওয়া গেছে তার উস সেখানে ব্যবহার করা মেমোরী কার্ড। তারা ব্যবহারকারীদের কাছে বদলী নতুন কার্ড পাঠানোর ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে। মোবাইল ফোন ব্যবহারকারীদের অবশ্য এতে ভয় পাওয়ার কারন নেই কারন এই ভাইরাস এন্ড্রয়েড বা মোবাইল ফোনের ক্ষতি করতে সক্ষম না।
এটা উইন্ডোজের ভাইরাস, অবস্থান করেছে মেমোরী কার্ডে। বলা হচ্ছে এজন্য কার্ড নির্মাতা/সরবরাহকারী দায়ী। যার অর্থ এই কার্ড অন্য কাজে ব্যবহার করলেও ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আইফোন, পাম, উইন্ডোজ মোবাইল বা নোকিয়াসহ অন্য ফোনের জন্য কিনলেও ভাইরাসসহ পাওয়ার সম্ভাবনা।

No comments:

Post a Comment