March 23, 2010

উইন্ডোজ ফোন ৭ ইমুলেটর Windows Phone 7 emulator now available

মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ এখনও তৈরী শেষ হয়নি। এবছরের শেষদিকে শেষ হওয়ার কথা। আপনি যদি এতদিন ধৈর্য্য ধরতে না পারেন, এখনই জানতে চান সেটা কেমন তা করতে পারেন। আপনার কম্পিউটারে সেটা দেখার সুযোগ করে দিয়েছে মাইক্রোসফট। মুলত প্রোগ্রামারদের সুবিধে করার জন্যই এটা করা হয়েছে।
এটা রিলিজ হওয়ার পরপরই একটি আনলক ইমেজ প্রকাশ পায়। তবে মাইক্রোসফট জানিয়েছে উইন্ডোজ ফোন ৭ এর কাজ এখনো অনেক বাকি।
এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে উইন্ডোজ ভিসতা অথবা ৭ থাকতে হবে। এছাড়াও উইন্ডোজ ফোনের জন্য মাইক্রোসফট ভিজ্যুয়াল ষ্টুডিও ২০১০ এক্সপ্রেস ইনষ্টল করতে হবে। এটা ডাউনলোড করা যাবে এখান থেকে।
মুল বিন ফাইল (জিপ) ডাউনলোড করা যাবে এখান থেকে।
এরপর নির্দেশ মেনে ইনষ্টল করতে হবে।

No comments:

Post a Comment