March 20, 2010

নোকিয়া মোবাইলে সমস্যা সমাধানে সফটঅয়্যার Nokia Diagnostics beta app is now available

নোকিয়া তাদের সফটঅয়্যারের ভান্ডার বাড়িয়েই চলেছে। এরমধ্যে রয়েছে বেশকিছু অভাবনীয় সফটঅয়্যার। যেমন ধরুন ডায়াগনষ্টিক সফটঅয়্যার। আপনার হ্যান্ডসেটে কোন সমস্যা হলে এই সফটঅয়্যার বলে দেবে সমস্যাটি কোথায়। নোকয়া ল্যাব থেকে এর বেটা ভার্শন ডাউনলোড করা যাবে। আপাতত এস৬০ অপারেটিং সিষ্টেমে কাজ করবে।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে সফটঅয়্যারটি ব্যবহারের আগে সেই হ্যান্ডসেটের সর্বশেষ ফার্মঅয়্যার আপগ্রেড করে নিতে। পুরনো ফার্মঅয়্যার সঠিক ফল নাও দিতে পারে।
এটা ব্যবহার করে নেটওয়ার্ক কভারেজ, ব্যাটারী চার্জার এমনকি স্পিকার কিংবা হেডফোন পরীক্ষা করা যাবে। সফটঅয়্যারটি এখনও নির্মানাধীন। যেমন জিপিএস পরীক্ষার বিষয়টি এখনও যোগ করা হয়নি। নতুন কোন বিষয়ে পরামর্শও দিতে পারে নোকিয়াকে।
ডাউনলোডের ঠিকানা http://betalabs.nokia.com/apps/nokia-diagnostics

No comments:

Post a Comment