March 19, 2010

পুরস্কার পেল অলিম্পাস ই-পিএল-১ Olympus E-PL1 Receives Red Dot Award

অলিম্পাস পেন ই-পিএল-১ রেড ডট পুরস্কার পেয়েছে। ডিজাইনের জন্য বিশ্বের সবচেয়ে খ্যাতিমান এই পুরস্কারের তালিকায় ৬০টি দেশ থেকে ১২ হাজার প্রতিযোগির নাম ছিল। সবাইকে পেছনে ফেলে জয়ী হল অলিম্পাসের কমদামের মাইক্রোথার্ড নামে পরিচিত সেন্সরের ছোট আকারের ক্যামেরা। এর বৈশিষ্ট এতে এসএলআর মানের ছবি পাওয়া যায়।
লেন্স পরিবর্তনযোগ্য এই ক্যামেরায় রয়েছে ১২.৩ মেগাপিক্সেল সেন্সর, ২.৭ ইঞ্চি এলসিডি, সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধা, সেন্সর পরিস্কার করার জন্য সুপারসনিক ওয়েভ ফিল্টার, বিল্টইন ফ্লাশ ইত্যাদি। এরসাথে ব্যবহারের জন্য বেশ কয়েকটি লেন্স পাওয়া যায়।
এই ক্যামেরার দাম ৬০০ ডলার।

No comments:

Post a Comment