March 9, 2010

ইন্টেল কোর-আই ৭ প্রসেসরের নকল shipments of fake Intel chips

ইন্টেলের সর্বাধুনিক কোর-আই৭ ৯২০ প্রসেসরের নকল ধরা পরেছে। প্রতিষ্ঠিত বিক্রেতা নিউ এগ এগুলি বিক্রি করে। উত্তরে নিউ-এগ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে। খবরটি প্রথম প্রকাশ করে ওভারক্লকারস ফোরাম।
নিউ-এগ বলেছে খবর পাওয়ার পর তারা প্রথমে ধরে নেয় কোনভাবে ডেমো প্রসেসরের চালান তাদের মাধ্যমে ক্রেতার কাছে পৌছেছে। পরে নিশ্চিত হওয়া গেছে যে সেগুলি নকল। তারা সরবরাহকারীর সাথে সম্পর্কচ্ছেদ করার কথা জানিয়েছে এবং নিজ খরচে প্রসেসরগুলি পাল্টে দেয়ার কথা বলেছে। কয়েকশ নকল প্রসেসর এভাবে ক্রেতার হাতে পৌছে গেছে বলে জানা গেছে।
এর প্রতিক্রিয়ায় ইন্টেল জানিয়েছে তারা তাদের প্রসেসরের নকল সম্পর্কে শুনেছে এবং কিভাবে-কতগুলি-কোথায় এগুলি বিক্রি হয়েছে জানার চেষ্টা করছে।
ওভারক্লকার ফোরাম এই প্রসেসরের বাক্স, ভেতরের জিনিষপত্রের ছবি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। বাক্সের গায়ে ভুল বানানে বর্ননা লেখা। ম্যানুয়েল সাদা পাতা, অদ্ভুত ধরনের ফ্যান। তাদের ঠিকানা ;

No comments:

Post a Comment